পিএসজির হোঁচট, রামোসের লাল কার্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানে ফরোয়ার্ডদের ব্যর্থতায় রাঁসের বিপক্ষে হোঁচট খেল পিএসজি। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করেছে গালতিয়েরের শিষ্যরা। যদিও ম্যাচে ছিলেন না লিওনেল মেসি, বদলি নেমে কিছু করতে পারেননি নেইমারও।
শনিবার রাতে এ ম্যাচে ড্র করার ফলে টানা পাঁচ জয়ের পর ফের পয়েন্ট হারাল পিএসজি। তবে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ঠিকই লিগ টেবিলে শীর্ষে আছে ফরাসি জায়ান্টরা।
পুরো ম্যাচ জুড়ে পিএসজি অসংখ্য আক্রমণ করলেও রাঁসের রক্ষণের কারণে গোল করতে পারনি। উল্টো ৪১তম মিনিটে রেফারির সাথে বচসায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জিও রামোস। ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। একই ঘটনায় হলুদ কার্ড দেখেন দলটির মার্কো ভেরাত্তিও।
বিরতির পর সোলেরেকে তুলে নেইমারকে নামান কোচ। ৬৭তম মিনিটে অবিশ্বাস্য শট নিয়ে হতাশ করেন নেইমার। শেষ দিকে একটি ফাউলের ঘটনা কেন্দ্র করে দুই পক্ষ ধাক্কাধাক্কিতে জড়ায়। নেইমারের ফ্রি কিক হেডে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।
এরপরই পাল্টা আক্রমণে ওঠা রাঁসের খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন নেইমার। এই ঘটনায় ফের শুরু হয় হাতাহাতি! গোলহীন ম্যাচের শেষটা ছিল এমনই উত্তাপ ছড়ানো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.