পিএসজি’র সামনে কোয়ার্টারের হাতছানি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ফরাসি কাপের শীর্ষ ষোলোতে মাঠে নামবে পিএসজি। প্রতিপক্ষ লিলে। জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে প্যারিসিয়ানদের। পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে আজ বুধবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায়।
উড়তে উড়তে হঠাৎ করেই ছন্দপতন হয়েছে পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে বিদায় করা দলটা লিগ ওয়ানে এসেই হোঁচট খেয়েছে। প্যারিসিয়ানদের শেষ ম্যাচে হারের লজ্জা দিয়েছে দুর্বল নঁতে।
২৯ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে পচেত্তিনোর দল। জয়ের খোঁজে পিএসজি। নঁতের ধাক্কা সামাল দিতে না দিতেই ফরাসি কাপের শীর্ষ ষোলোতে লড়তে হচ্ছে প্যারিসিয়ানদের।
এ যাত্রায় পিএসজির সামনে বাধা লিলে। অনেকেই ভাবছেন লিলের বিপক্ষে ম্যাচ তাতে আবার এত ভাবনার কি আছে? লিলেকে সমীহ করার কারণ এ মৌসুমে লিগ ওয়ানে এখন পর্যন্ত রাজত্ব করছে তারা।
পিএসজির মতো দলকে পেছনে ফেলে শীর্ষে আছে ক্রিস্টোফে গ্যালটার শিষ্যরা। তাদের হারিয়েই ফরাসি কাপে ছন্দে ফেরার লক্ষ্য পচেত্তিনোর।
কাজটা কঠিন। কারণ দলে নেই সেরা তারকা নেইমার। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। তাকে ছাড়াই কঠিন মিশন পার করেছে পিএসজি। তবে, নেইমার ছাড়াও লিলের বিপক্ষে অনিশ্চয়তা আছে আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি ও হুয়ান বারনেটের খেলা নিয়ে।
প্রতিপক্ষ লিলে শিবিরে নেই কোনো ইনজুরি। পুরো ফিট একাদশ নিয়েই মাঠে নামবে তারা। দুই দলের সবশেষ দশ দেখায় ৯ জয় নিয়ে এগিয়ে আছে পিএসজিই।
লা লিগায় এলচের বিপক্ষে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে আছে সেভিয়া। কারণ শেষ ম্যাচে রিয়াল বেতিসকে হারিয়ে জয়ে আছে তারা। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে লোপেতেগুইয়ের দল। নিজেদের মাঠে খেলা হওয়ায় কিছুটা নির্ভার হয়েই খেলতে পারবে তারা।
তবে রেলিগেশনের শঙ্কায় থাকা এলচে মরণকামড় দিতে পারে যে কোনো মুহূর্তে। সে বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে সেভিয়াকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.