বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে প্রায় ড্র হওয়া ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ গোলে জয় তুলে নিল আতলেতিকো মাদ্রিদ। এর ফলে আসরে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল স্প্যানিশ দলটি।
বুধবার রাতে পার্ক দেস প্রিন্সেসে ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমেরির গোলে ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। তবে চার মিনিট পরই নাহুয়েল মোলিনার গোলে সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ।
তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন আনহেল কোররেয়া। ২-১ গোলের অসাধারণ এক জয়ের উল্লাসে মাতে আতলেতিকো।
আসরে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল আতলেতিকো। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা ২৩ নম্বরে উঠেছে। ৪ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে পিএসজি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.