পায়রা বন্দরে লাইটার জাহাজ থেকে ডিজেল পাচারের সময় আটক-৩

বরিশাল ব্যুরো: পায়রা বন্দরের লাইটার জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল পাচারের সময় চার হাজার লিটার ডিজেলসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।  এসময় ২০টি ব্যারেল ও একটি স্টিল বডির ট্রলার জব্দ করা হয়।
শুক্রবার ভোররাতে পায়রা বন্দর সংলগ্ন টিয়াখালী নদী থেকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার সকাল দশটার দিকে এদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলো: মিজানুর রহমান(৩৫), পান্না মিয়া(২৮) ও মেহেদী হাসান(২১)। এরা সকলেই কলাপাড়া উপজেলার বাসিন্দা।
আন্ধারমানিক কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার কামাল উদ্দিন বিটিসি নিউজকে জানান, পায়রা বন্দর সংলগ্ন সাগরে ভাসমান বিভিন্ন লাইটার জাহাজ থেকে এসব ডিজেল অবৈধভাবে ক্রয় করে চোরকারবারী চক্র। কোস্টগার্ড বাদী হয়ে কলাপাড়া থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.