পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১

কক্সবাজার প্রতিনিধি: অভিযান চালিয়ে কক্সবাজারের মহেশখালীতে শফি আলম ওরফে টোনাইয়া (৩৫) নামের এক আসামীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (০৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার শফি ফকিরজুম পাড়ার মৃত বদিউল আলমের পুত্র।
অভিযানে নেতৃত্ব দেওয়া মহেশখালী-কুতুবদিয়ার এএসপি জাহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ফকিরজুমপাড়ার ভান্ডারজিরি নামক পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
মহেশখালী থানার (ওসি) মো. আবদুল বিটিসি নিউজকে জানান, আটকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.