পাহাড়ি ঢল ও টানা বর্ষণে তিস্তার পানি বৃদ্ধি, আবারও বন্যার আশঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি: উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে ৫ম বারের মতো তিস্তার পানি বেড়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের পরিবারগুলো।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮২ সেন্টিমিটার। যা বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বুধবার সন্ধ্যা থেকে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে, যা ক্রমেই বাড়ছে।
পানি বৃদ্ধির কারণে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিঙ্গিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, তুষভান্ডারের আমিনগঞ্জ, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা, ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
তিস্তা ব্যারাজের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, গতকাল বুধবার বিকেল থেকে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বাড়তে থাকে। রাত ৯টার দিকে উজানের ঢলে পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। আজ বৃহস্পতিবার ক্রমেই বাড়তে বাড়তে দুপুর ১২টায় বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারাজ রক্ষায় সবগুলো ব্যারাজের সব গেট খুলে দেয়া হয়েছে।
লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তিস্তা নদীর পানি বৃদ্ধি পরিস্থিতির খোঁজ খবর নেয়া হচ্ছে। আমরা যে কোনে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.