পাহাড়তলী-শিকলবাহায় আগুনে পুড়ল ১৭ বসতঘর

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের পাহাড়তলী ও কর্ণফুলী উপজেলার শিকলবাহায় পৃথক অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে। আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শিকলবাহার ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া নয়া পুকুর পাড় এলাকায় বিকেল সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। খবর পেয়ে লামারবাজার ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে ৪টি সেমিপাকা ও ৫টি কাঁচা বসতঘর পুড়ে যায়। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে নগদ সাড়ে ৩ হাজার টাকা, ৩টি করে কম্বল ও ১ বান্ডিল টিন সহায়তা দেন। পাশাপাশি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনির পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয়।
আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) বেলা সোয়া একটার দিকে নগরের পাহাড়তলী থানার ব্যাংক কলোনি এলাকার আবদুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে দুইটি গাড়ি পাঠানো হয়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
আগুনে ৮জন মালিকের ৮টি সেমিপাতা বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে ক্ষতির পরিমাণ আড়াই লক্ষ টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.