BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাহাড়ি রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত-৭

পাহাড়ি রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত-৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। শনিবার (২৭ ডিসেম্বর) একটি পাহাড়ি খাড়া ঢাল দিয়ে নামার সময় ১৯ জন আরোহী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটিতে একটি দাতব্য সংস্থার সদস্যরা ছিলেন, যারা আর্তমানবতার সেবায় ওই দুর্গম এলাকায় যাচ্ছিলেন।

ভিয়েতনাম নিউজ এজেন্সির তথ্যমতে, পাহাড়ি রাস্তা থেকে বাসটি ছিটকে পড়ার পর সেটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় উদ্ধারকারী দল। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বাসের ধ্বংসাবশেষ কেটে অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে। ফিন হো কমিউনের চেয়ারম্যান হোয়াং আন তুয়ান জানিয়েছেন, বাসটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে ওই এলাকার অত্যন্ত খাড়া এবং পিচ্ছিল পাহাড়ি সড়কটিও এই দুর্ঘটনার অন্যতম বড় কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি নামার সময় হঠাৎ গতি বেড়ে যায় এবং চোখের পলকেই সেটি উল্টে যায়।

এই মর্মান্তিক ঘটনার পর পাহাড়ি এলাকায় যাতায়াতকারী যানবাহনের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে ভিয়েতনাম সরকার।

পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খাড়া ও বিপজ্জনক সড়কগুলোতে দুর্ঘটনা রোধে নতুন কঠোর নির্দেশনা জারি করা হবে। বিশেষ করে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত-১৫, আহত-১৯ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: বিপুল রাসায়নিক উদ্ধার, তিন নারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজার-কয়েকটি কবর ভাঙচুর শিবগঞ্জে খুঁটিতে বেঁধে যুবকের হাত-পা কেটে নেওয়ার চেষ্টা, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাঁওতাল পল্লীর ঐতিহাসিক পুকুর ভরাট, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী রাজশাহী নগরীর দাসপুকুর আইডি বাগান মাদকের হাটে পরিণত আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়া হবে : মিলন বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আনন্দ আয়োজন