পাহাড়ি ঢল ও থেমে থেমে বৃষ্টির কারণে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদী ও হওরের পানি

সুনামগঞ্জ প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও থেমে থেমে বৃষ্টির কারণে সিলেটের সুনামগঞ্জে নদ-নদী ও হওরের পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড অফিস।
ইতোমধ্যে জেলার সুরমা, যাদুকাটা, চলতি, খাসিয়ামারা, বৌলাই, রক্তিসহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি ২৪ ঘণ্টায় ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে অফিস থেকে জানানো হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬১ সেন্টিমিটার নিচ পর্যন্ত প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বাড়ছে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সুনামগঞ্জ প্রতিনিধি মো. হাবিব সরোয়ার আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.