পাসপোর্ট-ভিসা ছাড়াই অন্যরকম যাত্রা আফগান শরণার্থীদের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তালেবান ফের আফগানিস্তানের ক্ষমতা দখলের পর হাজার হাজার সাধারণ মানুষ মরিয়া হয়ে দেশ ছাড়ার চেষ্টা করছে। জীবন বাঁচাতে মরিয়া মানুষ পাসপোর্ট ভিসা ছাড়াই কাবুল বিমানবন্দর থেকে আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, আফগান আশ্রয় প্রত্যাশীদের পাসপোর্ট ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ খবর নিশ্চিত করেছেন। 
তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের শরণার্থী পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
সাম্প্রতিক সময়ে প্রায় ২২ লাখ আফগান নাগরিক পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। দেশের মধ্যেই বাস্তুচ্যূত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ।
তবে বেশির ভাগ মানুষই প্রচলিত সীমান্তগুলো দিয়ে আফগানিস্তান ছাড়াতে পারেনি বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের একজন মুখপাত্র জানিয়েছেন।
এদিকে  মরিয়া আফগান নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য কোনো কোনো দেশ নিজেদের দেশের দরজা উন্মুক্ত করে দিয়েছে। আবার কোনো কোনো দেশ শরণার্থীদের ঠেকাতে সীমান্তে তুলে দিয়েছে কাঁটাতারের বেড়া।  কোনো কোনো দেশ আবার ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের জন্য চালু করেছে বিশেষ ভিসা প্রোগ্রাম।
ইরান, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ আফগান নাগরিকদের আশ্রয় দিচ্ছে।
তবে ২০১৫ সাল থেকে ইউরোপের দেশগুলো শরণার্থীদের ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে নতুন করে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো অবস্থা নেই বলে জানিয়েছে তুরস্ক, গ্রিস, অস্ট্রিয়াসহ কয়েকটি দেশ। এমনকি তুরস্ক আর গ্রিস আফগান শরণার্থীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়া এবং দেয়াল তুলে দিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.