পাল্টাপাল্টি বহিষ্কার গোদাগাড়ী পৌর ছাত্রলীগ!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা ছাত্রলীগের কমিটি পাল্টাপাল্টি বহিষ্কার করার অভিযোগ উঠেছে।
পৌর কমিটিই বিভক্ত হয়েছে দুই গ্রুপে। একে অপরকে দোষারোপ করে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ করে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে। একপক্ষ পৌর সভাপতি হামিদ রানা এবং অপরপক্ষ পৌর সাধারণ সম্পাদক রুবেল হোসেন।

গত সোমবার সভা করে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাধারণ সম্পাদক রুবেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আলীকে বহিষ্কার ঘোষণা করেন সভাপতি হামিদ রানা।

কারণ উল্লেখ করা হয়, সাধারণ সম্পাদক রুবেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আলী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করে নৌকার প্রার্থীর বিপক্ষের প্রার্থীর সাথে ভোট করেছে। যা বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র লংঘন করেছেন। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগকে কলঙ্কিত করেছেন মর্মে উপস্থিত সকলে একমত হয়। বিধায় বাংলাদেশ ছাত্রলীগের ১৭ এর (ক) ধারা মোতাবেক সর্বসম্মতিক্রমে বহিস্কার করা হলো।

ওই দিন হামিদ রানার পক্ষ থেকে নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয় কার্য নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খাদিমকে।

তবে সেঘটনার পর সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিটিসি নিউজকে বলেন, আমি তো প্রার্থী হইনি। শুধু প্রচারণায় ছিলাম। এটা করতেই পারি। এটাতে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের কিছুনা।  ওই (হামিদ রানা) আমাকে কিভাবে বহিষ্কার করার এখতিয়ার রাখে? সে নিজেই তো গঠনতন্ত্র লঙ্ঘন করে আছে।

তার দুদিন পরই বুধবার পাল্টা রুবেল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  সভাপতি হামিদ রানাকে বহিষ্কার করার কথা জানানো হয়েছে।

রুবেল হোসেনের পক্ষ থেকে পাঠানো  বিজ্ঞপ্তিতে বলা হয়, হামিদ রানা বিবাহিত হওয়া স্বত্বেও সভাপতির পদ বহাল রেখে গঠনতন্ত্র লঙ্ঘন করে ছাত্রলীগকে বিব্রত করেন। আর স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে তিনি ছাত্রলীগকে কলঙ্কিত করেছেন।

তাই ছাত্রলীগের ২৩ এর (ক) ধারা মোতাবেক জেলা ছাত্রলীগের সিদ্ধান্তসহ সর্বসম্মতিক্রমে হামিদ রানাকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হলো।

এদিন সভায় ভারপ্রাপ্ত সভাপতি করা হয়  কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাসুদ রানাকে।

তবে পাল্টা বহিষ্কারের পর সভাপতি হামিদ রানা জানান, ওরা বহিষ্কার করতে পারেনা। আমি ছাত্রলীগের সাথেই আছি,থাকব।

তবে পাল্টাপাল্টি বহিষ্কারাদেশে তৃণমূল ছাত্রলীগ কর্মীদের বিব্রতকর  পরিস্থিতিতে পড়তে হচ্ছে।

যদিও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নিয়মঅনুযায়ী কেন্দ্রের সিদ্ধান্ত ছাড়া তৃণমূলের কেউ কাউকে বহিষ্কার করতে পারেনা। বহিষ্কারের এখতিয়ার একমাত্র কেন্দ্রের হাতে। তবুও পাল্টাপাল্টি বহিষ্কারেই চলছে গোদাগাড়ী পৌর ছাত্রলীগ।

তবে এবিষয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিব রানা বিটিসি নিউজকে বলেন, উপজেলা ভোট শেষ হলেই আমরা ব্যবস্থা নিব। ওদের কমিটির মেয়াদও শেষ হয়ে গেছে। নতুন কমিটি গঠন করে সুষ্ঠু সমাধান করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.