পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেপালের ওলি সরকার

(পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেপালের ওলি সরকার–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নেপালে পুষ্পকমল দহলের নেতৃত্বাধীন সিপিএনের (মাওবাদী কেন্দ্র) সমর্থন প্রত্যাহারের পর প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার।
সংসদ সচিবালয়ে একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করতে বলেছে সিপিএন। দলটির জ্যেষ্ঠ নেতা গানেশ শাহ বলেন, তারা সমর্থন প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের কাছে চিঠি হস্তান্তর করেছেন মাওবাদী কেন্দ্রের চিফ হুইপ দেব গৌরাঙ্গ। গণমাধ্যমকে তিনি বলেন, ওলি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার দল।

তাদের অভিযোগ, সরকার সংবিধান লঙ্ঘন করেছে। এমনকি সাম্প্রতিক সরকারি তৎপরতা জাতীয় সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি তৈরি করেছে।

সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ওলি সরকার। হাউসে মাওবাদী কেন্দ্রের ৪৯টি আসন রয়েছে।

২৭৫ আসনের পার্লামেন্টে সরকারকে রক্ষায় প্রধানমন্ত্রীর ওলির এখন ১৫ আইনপ্রণেতা দরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.