পার্লামেন্টারি ফোরামের উদ্দেশে নিউইয়র্কে গেলেন স্পিকার

ঢাকা প্রতিনিধি: পার্লামেন্টারি ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে থেকে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

পার্লামেন্টারি ফোরাম অ্যাট দ্য ২০১৯ হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেটেড মিটিংয়ে যোগ দেবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেখানে আগামী ১৫ জুলাই ইউএন কনফারেন্স বিল্ডিয়ে ‘গ্রোয়িং ইনিকোয়ালিটিস অ্যান্ড ডিসট্রাস্ট ইন গভর্নমেন্ট : ব্রেকিং দ্য সাইকেল-শীর্ষক সেশনে আলোচক হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

এ ছাড়াও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্য হলেন-জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খান।

উল্লেখ্য:  পার্লামেন্টারি ফোরাম অ্যাট দ্য ২০১৯ হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেটেড মিটিং, সাইড ইভেন্ট ও ওয়ার্কশপসমূহ ১৩-১৮ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। সফর শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামী ২০ জুলাই দেশে ফিরবেন বলে জানা গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.