পার্থ-অর্পিতা কাণ্ডে তোলপাড়, শহরে অভিযান

কলকাতা (ভারত) প্রতিনিধি: প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিল্প দফতরের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা শ্রী পার্থ চট্টোপাধ্যায়ের ইডি-র হেফাজত ও ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জী কাণ্ডে শহর তথা জেলা জুরে অব্যাহত ইডি-র অভিযান।
আজ দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে হানা দিয়ে পার্থ-অর্পিতার নামে এল আই সি সহ প্রচুর নথি বাজেয়াপ্ত করে।
সূত্রের খবর,পার্থ ঘনিষ্ঠ অর্পিতা তদন্তে সহযোগিতা করলেও পার্থ চট্টোপাধ্যায় সেইমত সহযোগিতা করছে না বলে খবর।
আজ উভয়কেই ইডি মুখোমুখি বসিয়ে জেরা করছে। গতকাল আদালত উভয়ের দু-দিনের অতিরিক্ত হেফাজত বাড়িয়েছে।
এ পর্যন্ত উদ্ধার হওয়ার নথি ও নমুনা আদালতে পেশ করা হয়েছে।
পাশাপাশি শান্তিনিকেতনেও ইড হানা দিয়ে কিছু নথি আটক করেছে। এমনকি সন্দেহ বশত মাটিও খুড়তে হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।
আপাতত ইডি-র ম্যারাথন জেরা চলছে।ইডি-র আশঙ্কা আরও কিছু এখনও তল্লাশিতে মিলবে।
অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী প্রাক্তন এস এস সি-র চেয়ারম্যান দাবি করেছে টাকার অঙ্কটা প্রায় ১২-রশ কোটিতে গিয়ে ঠেকতে পারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.