পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি কমানোর আহ্বান জেলেনস্কির

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।
গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী কিয়েভে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে সম্ভব্য সবকিছু করার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শনের আগে মঙ্গলবার সকালে কিয়েভে পৌঁছান রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন আইএইএ-র ১৪ সদস্যের বিশেষজ্ঞ দলটি।
এক টুইট বার্তায় রাফায়েল গ্রোসি বলেন, ‘আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণু কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
টেলিগ্রামে দেওয়া পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার জাপোরিঝিয়া পারমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের পরিস্থিতি ইউক্রেন এবং সমগ্র বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমস্যাগুলোর একটি।
রাফায়েল গ্রোসির নেতৃত্বে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মিশনকে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এড়াতে সম্ভব্য সবকিছু করার আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.