পায়ুপথে বহন করছিলেন ৭০ লাখ টাকার ৬টি স্বর্ণের বার

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৭০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ মনোরউদ্দিন নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ শুক্রবার (২৯ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ২১ ব্যাটালিয়নের বিজিবি।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সীমান্তের পুটখালি মসজিদবাড়ি বিজিবি চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করে বিজিবি।
আটক পাচারকারী মনোরউদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে রাতে সন্দেহভাজন ব্যক্তি ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে সীমান্তের দিকে প্রবেশের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করলে তাকে ডাক্তারের কাছে নিয়ে শরীর আল্ট্রাসনোগ্রাম করা হয়। পরে তার পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার বিটিসি নিউজকে জানান, উদ্ধার করা স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আর আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেনাপোল (যশোর) প্রতিনিধি সোহেল রানা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.