পায়রা বন্দরের কাজ চলমান থাকবে : নৌপরিবহন উপদেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পায়রা বন্দরের কাজ চলমান থাকবে এবং আমদানি পণ্যের কিছু অংশ এই বন্দরে খালাস করে আয় বাড়ানো হবে৷
সোমবার (২৩ সেপ্টেম্বর) পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, পায়রা বন্দরের কাজ চলমান থাকবে।
দেশের আমদানি পণ্যের কিছু অংশ এই বন্দরে খালাস করে আয় বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এতে অন্য বন্দরগুলোর ওপরেও চাপ কমবে।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, পায়রা বন্দরের নাব্যতা রক্ষায় ড্রেজিং করা প্রয়োজন।
ড্রেজিং-এর ব্যয় কমাতে নিজেরা আন্তর্জাতিক টেন্ডার করে ড্রেজার কিনতে ও নিজেদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
বন্দরটিকে লাভজনক করতে হলে এর কানেক্টিভিটি উন্নয়ন করতে চার লেন রাস্তা ও রেল লাইনের কাজ দ্রুত শুরু করার কথাও বলেন তিনি।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্মসচিব),সদস্য কমডোর রাজীব ত্রিপুরা, সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ, ক্যাপ্টেন এস এম শরিফুর রহমানসহ (প্রকল্প পরিচালক,পাবক) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এম সাখাওয়াত হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পটুয়াখালী প্রতিনিধি মো. নজরুল ইসলাম নজরুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.