পাবনা-১ আসনের সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে সকাল-সন্ধা হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক: পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা হরতাল পালিত।
সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ছয়টা থেকে শুরু হয়েছে হরতাল। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে।
হরতাল চলাকালে বেড়া পৌর সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান৷ ও যানবাহন চলাচল বন্ধ ছিল। রাস্তায় ডায়ার জালিয়ে হরতাল কারীরা বিক্ষোভ করে, তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.