পাবনা ল্যাবএইড হাসপাতালে ময়লার ঝুড়িতে পাওয়া গেল দুই লাখ টাকা

প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধি: পাবনা ল্যাব এইড হাসপাতালে ময়লা ফেলা ঝুড়ির মধ্যে দুই লাখ টাকা পাওয়া গেছে। সকালে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা। হাসপাতালের ক্লিনার হালিমা এবং দুলালী ম্যানেজার মেহেদী হাসানের রুমে ময়লার ঝুড়ি পরিষ্কার করতে গিয়ে তার ভেতর আনুমানিক ২ লাখ টাকা দেখতে পায়।
আবর্জনা রাখার ঝুড়ির মধ্যে এত টাকা দেখে তারা হতভম্ব হয়ে পড়ে। ঘটনাটি হাসপাতালের অন্যান্য লোকজনকে জানালে সেখানে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।
নির্ভর যোগ্য একটি সুত্র জানায় হাসপাতালে অডিট চলছিল। অডিটের লোকজনের কাছে চুরি করা টাকা নিয়ে যাতে ধরা পড়তে না হয় সেজন্য ম্যানেজার মেহেদী হাসান ময়লা-আবর্জনার ঝুড়ির ভেতর টাকাগুলো লুকিয়ে রেখেছিলেন।
সুত্রটি আরও জানায় হাসপাতালের ম্যানেজার মেহেদী হাসান, রিপোর্ট ডেলিভারি ষ্টাফ ও আইটি যোগসাজস করে দীর্ঘদিন যাবত রুগী এবং মালিকপক্ষকে ঠকিয়ে ব্যাপকভাবে অর্থ লুটপাটের ঘটনা ঘটিয়ে আসছিলেন।
অডিটের লোকজনের কাছে ধরা পড়ার ভয়ে ম্যানেজার মেহেদী হাসান লুটপাটের এই অর্থ তার রুমে ময়লার ঝুড়িতে লুকিয়ে রেখেছিলেন বলে হাসপাতালের লোকজনের ধারনা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.