পাবনা প্রেসক্লাবের শোক

নিজস্ব প্রতিবেদক: দৈনিক আমার দেশ সম্পাদক মজলুম মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্ন লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)
মৃত্যকালে মরহুমার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। 
মৃত্যকালে তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, বউমা ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুনগ্রাহী ও ছাত্র ছাত্রী রেখে গেছেন।
অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি  কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক  জহুরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সহ-সভাপতি সনম রহমান, আলাউদ্দিন, সহসম্পাদক মকলেছুর রহমান বিপ্লব, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, দফতর সম্পাদক শিপন, সাহিত্য সম্পাদক পাভেল,নির্বাহী সদস্য সুশীল তরফদার, জি কে সাদী, রফিকুল ইসলাম সুইট, শাহিন রহমান, আরিফ সিদ্দিকী, সাংবাদিক রাজিউর রহমান রুমী, রুমী খন্দকার, এমজি বিপ্লব চৌধুরী প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.