পাবনা জেলা রেজিস্ট্রার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে পাবনা কোর্ট চত্বরে জেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ভুয়া ভুয়া’— এই স্লোগান দেন এবং জেলা রেজিস্ট্রারের অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকার দানকৃত জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেও ঘুষের প্রস্তাব দেন এবং নানা ভাবে হয়রানি করেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নারী নির্যাতন ও রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, তিনি মাসে মাত্র চার থেকে পাঁচ দিন অফিসে উপস্থিত থাকেন, বাকি দিনগুলো তিনি অনুপস্থিত থাকেন। অনুসন্ধানে জানা গেছে, মানিকগঞ্জে তার গ্রামের বাড়ি হলেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তার ও তার পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পদের মালিকানা রয়েছে।
উল্লেখযোগ্য সম্পত্তির মধ্যে রয়েছে—ঢাকায় তার স্ত্রীর নামে দুটি ফ্ল্যাট, শ্বশুরের নামে উত্তরা ৬ নম্বর সেক্টরে একটি ফ্ল্যাট, বসুন্ধরা সিটিতে দুটি দোকান, যমুনা ফিউচার পার্কে একটি দোকান এবং পূর্বাচলে ১৮ কাঠার একটি প্লট, যা তার ভাইয়ের নামে রেজিস্ট্রিকৃত। এছাড়া স্ত্রী প্রায় অর্ধ কোটি টাকার একটি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন এবং একটি টয়োটা প্রিমিও গাড়িরও ব্যবহার রয়েছে তাদের পরিবারের।
একজন ব্যবসায়ীর অভিযোগ, জমি রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় মোটা অঙ্কের ঘুষ দাবি করেন দীপক কুমার সরকার। পরবর্তীতে ওই ব্যবসায়ী আইনি ব্যবস্থা নিলেও একপর্যায়ে আপস হয় বলে জানা যায়। এছাড়া অতীতে জাতীয় একটি দৈনিকে তাঁর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশিত হয়।
এছাড়া, সারা দেশের নকলনবিশদের চলমান আন্দোলনে আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। আরেকটি বিশেষ সূত্র জানায়, ঢাকার গুলশান-২ এলাকার একটি অভিজাত হোটেলে তার নিয়মিত যাতায়াত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মানববন্ধনের পরে ভুক্তভোগীরা রাজপথে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক অফিসের সামনে বিক্ষোভ করতে থাকে, সেখানে তারা বলে দ্বীপক কুমার সরকার একজন চরিত্রহীন, ঘুষখোর, দূর্নীতিবাজ, আওয়ামীলীগের দোসর এবং বিতর্কিত ইস্কন সদস্য।
এরপর তারা জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.