নিজস্ব প্রতিবেদক: পাবনা গণপূর্তের এসি’র বিরুদ্ধে কমিশন বাণিজ্যের বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধন ও বিক্ষোভমানববন্ধন করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের দিকে গণপূর্ত অধিদফতরের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঠিকাদার রাজা মালিথার সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নিয়মবহির্ভূতভাবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন টেন্ডার ছাড়াই গণপূর্ত পাবনা কার্যালয়ের স্পেশাল বাংলোতে ১৬ লাখ টাকার নির্মাণ কাজ মেসার্স আঞ্জু ট্রেডার্সকে দিয়েছে। ইতোমধ্যে সাইটে নিমার্ণ সামগ্রী ফেলেছে।
এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ৫% কমিশনের বিনিময়ে তার পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ দেন। গণপূর্ত অধিদফতরে এখন চলছে নির্বাহী প্রকৌশল ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মধ্যে অন্তদ্বন্দ্ব দেখা দিয়েছে।
বিক্ষুদ্ধ ঠিকাদাররা মানববন্ধন শেষে গণপূর্ত অধিদফতর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তারা অবিলম্বে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণ দাবী করেন। এ সময় রিপন হোসেন, আরিফ হোসেন, সোহেল রানা, দেলোয়ার হোসেন, রাজাসহ অর্ধশতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির বলেন, বুধবার আমি অফিসে ছিলাম না। আমার অনুপস্থিতির সুযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোন টেন্ডার ও লটারী ছাড়া তার পছন্দের এক ঠিকাদারকে কাজের অনুমতি দিয়েছেন। অথচ ওই অনুমতি দেখার এখতিয়ার তার নেই।
তিনি বলেন, টেন্ডারের মাধ্যমে কাজ লটারীতে যে পাবে তিনি কাজ করবেন।
এ বিষয়ে জানতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের কার্যালয়ে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অফিসের স্টাফ বললেন, তিনি অসুস্থ। ঢাকাতে অবস্থান করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.