পাবনায় চলমান সমাবেশের মাঝখানে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

পাবনা প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে পাবনায় চলমান সমাবেশের মাঝখানে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন যুবদলের এক নেতা। তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে গোপালপুর জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ছুরিকাঘাতের পরপরই সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। সংঘর্ষের ফলে সমাবেশ পণ্ড হয়ে গেলে নেতাকর্মীরা বিশৃঙ্খল অবস্থায় ছোটাছুটি করতে থাকেন। এ সময় শহরের বীণাবানী হলের সামনে থাকা পুলিশ ও ডিবি এসে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবীতে এই সমাবেশে শুরু হয় দুপুর ৩টায়। বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় নেতারা। বিকেল পৌনে পাঁচটার দিকে যুগ্ম মহাসচিব হারুন উর রশীদ হারুনের বক্তব্য চলাকালে যুবদল নেতা তসলিম হাসান সুইট ও মনির আহমেদের গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মনিরকে ছুরিকাঘাত করলে সমাবেশস্থলে সংঘর্ষ বাধে। মনিরকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আজ সোমবার দুপুরে শহরের লাহিড়ীপাড়ায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ শুরু হয়। বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ বক্তব্য শুরু হলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হোসেন সুইট ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির আহমেদের মধ্যে বাগবিতণ্ডা হয়। কেন্দ্রীয় নেতারা তাদের থামানোর চেষ্টা করলেও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মনির আহমেদ ছুরিকাহত হলে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে উভয়পক্ষকে সরিয়ে দেয়।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান বলেন, ‘পাবনায় বিএনপির সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল। দলের মধ্যে থাকা কিছু ষড়যন্ত্রকারী তা মেনে নিতে পারেনি। তারা পরিকল্পিতভাবে ত্যাগী ও নির্যাতিত যুবনেতা মনিরকে আক্রমণ করেছে। কেন্দ্রীয় নেতাদের নিষেধও তারা শোনেনি। কেন্দ্রীয় নেতারা বিষয়টি দেখছেন।’
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হারুন উর রশীদ হারুন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চন্দন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.