পাবনায় ঘুষের টাকাসহ সাব-রেজিষ্ট্রার আটক

 

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলা সাব-রেজিষ্ট্রার ইশরাত জাহানসহ দুইজনকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আটঘরিয়া উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

দুদক পাবনা অঞ্চলের উপ পরিচালক আবু বকর সিদ্দিক জানান, চারটি সাফ কাবলা দলিল নিষ্পত্তির বিনিময়ে আটঘরিয়া উপজেলা সাব-রেজিষ্ট্রার ইশরাত জাহান ১৪ হাজার টাকা ঘুষ দাবী করেন। ঘুষের টাকা না দেওয়ায় দলিল নিষ্পত্তি না করে অভিযোগ কারীকে ঘুরাতে থাকে সাব রেজিষ্ট্রার। পরে তারা বিষয়টি দুদককে অবহিত করেন। দুদকের দেয়া পরামর্শ মোতাবেক মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সাব রেজিষ্ট্রারের দাবীকৃত টাকা প্রদান করেন অভিযোগ কারী।

এ সময় দুদক পাবনা অঞ্চলের একটি অভিযান কারি দল আটঘরিয়া উপজেলা সাব রেজিষ্ট্রার কর্যালয়ে অভিযান চালিয়ে নগদ ১৪ হাজার টাকাসহ সাব-রেজিষ্ট্রার ইশরাত জাহান, কে আটক করে। সেই সাথে একই ধরনের অভিযোগে ৫০ হাজার টাকাসহ মহুরী আশরাফুল আলমকেও আটক করেন তারা।

তবে, অভিযুক্ত সাব-রেজিষ্ট্রার ইশরাত জাহান, তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবী করেছেন। দুদক কর্মকর্তা বলেন তাদের বিসয়ে একটি মামলা দায়ের করেন ও তাদের কে জেলহাজতে পেরন করা হয়েছে বলে নিচিত করেন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.