পাবনায় আন্তর্জাতিক তথ্যঅধিকার দিবস পালন

 

পাবনা প্রতিনিধি : ‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

দিবসটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একবর্ণাঢ্য র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ’র সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, জেলা তথ্য অফিসার ফরহাদ  হোসেন, প্ল্যাটফর্মস্ ফর ডায়ালগ প্রজেক্ট পাবনার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটিটর রিক্তা পারভিন প্রমূখ।

এসময় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বৃটিশ কাউন্সিল পাবনা জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.