পাবনার সাদুল্লাপুরে পাটক্ষেতের সঙ্গে এ কেমন শত্রুতা!

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলার আতাইকুলার সাদুল্লাপুর ইউনিয়নে পুর্ব শত্রুতা জের ধরে এক কৃষকের আড়াই বিঘা জমির পাটক্ষেত পাওয়ার টিলার দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২৭ এপ্রিল) ইউনিয়নের শ্রীকোল-চোমরপুর মাঠের শিহাব উদ্দিনের পাট ক্ষেতে গিয়ে এ কাণ্ড দেখে হতবাক ওই কৃষক। এর আগে শনিবার (২৬ এপ্রিল) রাত দুইটার দিকে পাওয়ার টিলার দিয়ে এমন কাজ করা হয়।
ক্ষতিগ্রস্থ পাট চাষি শিহাব উদ্দিন বিটিসি নিউজকে বলেন, প্রায় ২৫ দিন আগে আড়াই বিঘা জমিতে পাটের বীজ রোপন করা হয়েছে। এরপর ভালোভাবে যত্ন করা হচ্ছিল। কয়েকদিন আগেও আমি দেখেছি পাটের গাছগুলো ভালো রয়েছে। এই জমি থেকে আমি প্রায় ২শ মনের মত পেঁয়াজ পেয়েছিলাম। গত রোববার সকালে মাঠে এসে দেখছি পাটের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা খুবই গরীব মানুষ। ফসল চাষ করেই দিন যাপন করে থাকি। সর্বনিম্ন ৩০ মন পাট পেতাম এখান থেকে। যেটা তিন হাজার টাকা করে বিক্রি করলেও ৯০ হাজার টাকা বিক্রি করতে পারতাম। আমি এখন নি:শ হয়ে গেলাম। আমার এলাকার যারা এমন কাজ করেছে এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি দাবি জানান।
এলাকার কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বিটিসি নিউজকে বলেন ‘এলাকার চিন্হিত সন্ত্রাসীরা শত্রুতা করে পাটের ক্ষেতের জমি চাষ দিয়ে সব নষ্ট করে দিয়েছে। এটা খুবই দুঃখজনক। এ ধরণের কর্মকাণ্ড যারাই করুক তাদের আইনের আওতায় আনা দরকার।
এ ঘটনায় আতাইকুলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ ঐ কৃষক সিহাব উদ্দিন।
এ বিষয়ে আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারাই এটা করুক কোনমতেই ঠিক কাজ করেনি। মানুষের সঙ্গে শত্রুতা করে ক্ষেত নষ্ট করা অপরাধ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.