পাবনার ঈশ্বরদী বাজারে ভেজাল চাউলের সয়লাব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ভেজাল মিনিকেট নাজিরশাল বাঁশমতি ও আঠাশ চাউল বাজারে বিভিন্ন দোকানে অবাধে বিক্রির অভিযোগ উঠেছে।
জানা যায় সরকারি ভাবে প্লাষ্টিক বস্তাজাত করে চাউল ক্রয় ও বিক্রি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ঈশ্বরদী বাজারে প্রায় প্রতিটি দোকানে দেদারচেছ চলছে এসব চাউল ক্রয় ও বিক্রয়।
আমাদের এক অনুসন্ধানে উঠে আসে ঈশ্বরদীর জয়নগর দাশুড়িয়া রোডে বেশকিছু অসাধু চাউল মিল মালিকরা অতিরিক্ত মুনাফার লোভে প্লাষ্টিক বস্তায় ভর্তি ঐতিহ্যবাহী কুষ্টিয়ার নাজিরশাল, মিনিকেট, বাশমতি,আঠাশ সহ বিভিন্ন নামে প্রিন্ট করা বস্তায় এ সমস্ত চাউল রয়েছে।
উল্লেখিত নামে চাউল বস্তা ভর্তি করে প্রাইকারী ও খুচরা দোকানে সরবরাহ করছে। এতে করে লাভবান হচ্ছে ব্যাবসায়ীরা আর প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। যেন দেখার কেউ নাই।
বিষয়টি ভোক্তা অধিকার কর্মকর্তাদের নজরদারি কামনা করছেন সচেতন মহল।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় ঈশ্বরদী কলেজ রোড এলাকা থেকে ছবিটি ক্যামেরা বন্দি করা হয।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.