পাবনায় ভূমিহীনদের ঘর নির্মাণ ও আশ্রয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পাবনা বেড়া উপজেলায় তুমিহীনদের ঘর নির্মাণ ও আশ্রয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভূমিহীন আন্দোলন পাবনা জেলা কমিটির উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য দেন ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জননেতা টিপু বিশ্বাস, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পাবনা জেলা কমিটির সভাপতি মাহতাব উদ্দিন শেখ, খেতমজুর সমিতির পাবনা সদর উপজেলার সভাপতি শুকুর আলী প্রমূখ।
মানববন্ধনে বক্তব্য দান কালে টিপু বিশ্বাস বলেন আমাদের দেশে প্রকৃত ভূমিহীন রা ভূমি পায় না, তিনি আরো বলেন দেশে ভূমিহীনদের ঘর নির্মাণ ও আশ্রয়ন প্রকল্পে দেশের বিভিন্ন স্থানে ঘর নির্মাণ ও আশ্রয়ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে। বর্তমান সরকার সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করে চলেছেন। এখন দেশের মানুষকে বাঁচতে হলে অপশাসনের অবসান ঘটিয়ে শ্রমিক মেহনতী মানুষের স্বার্থে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
মানববন্ধন শেষে ভূমিহীন আন্দোলন পাবনা জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.