পাবনায় বিজিসি কমপ্লেক্সে কম্পিউটার প্লাস’র ২য় শাখার উদ্বোধন

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের গোস্বামী (বিজিসি) কমপ্লেক্সে কম্পিউটার প্লাস এর ২য় শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ২টায় ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী।
উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা মাকের্টের ৩য় তলায় কম্পিউটার প্লাস একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার সদস্য আনিসুজ্জামান দোলন।
কম্পিউটার প্লাস ও কম্পিউটার প্লাস একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক এম.এ. আজিমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মাসুদুর রহমান মিন্টু, জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আহ্বায়ক আলমগীর হোসেন আলম, এবিসি কম্পিউটার এর সত্ত্বাধিকারী রাম গোপাল প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কম্পিউটার প্লাস একাডেমীর প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।
এসময় পাবনা কম্পিউটার সমিতির সভাপতি আব্দুল মান্নান, অর্থ সম্পাদক তারেক শেখ, গ্লোবাল ব্যান্ড প্রা. লি. এর এজিএম জাহিদুল ইসলাম, স্মার্ট টেকনোলিজ্সি বিডি লি. এর ইমান হোসেন, আলটা টেকনোলজির সোহেল ব্যাপারী, রেইন টার্চ আইটির মাসুদ আলম, ইসলামিয়া কম্পিউটার টেকনোলজির রায়হান হোসেন, ইউসিসির ডিজিএম শাহীন মোল্লা, কম্পিউটার বিডির ইমরান শেখ, ডিস্ট্রিবিউশন হাব লিমিটেড এর মশিউর রহমান, ফ্লোরা লিমিটেডের ম্যানেজার আজম হোসেন, স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লি. এর রাজশাহীর মনির হোসেন, কম্পিউটার প্লাস ও কম্পিউটার প্লাস একাডেমীর প্রধান উপদেষ্টা মজিবুর রহমান পলাশ, ডাটাটেক কম্পিউটার এর সেলস ম্যানেজার বরকত হোসেন, এক্সেল টেকনোলিজ্সি বিডি পাবনার রুবেল হোসেন, গোল্ডেন ট্রেড ইন্টার ন্যাশনাল বিডির মিলন হোসেনসহ পাবনা কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.