পাবনায় বিএনপি প্রার্থী হাবিবের উপর হামলা : কুপিয়ে জখম

পাবনা প্রতিনিধি:আজ বুধবার পাবনা-৪ (ঈশ্বরদী) আসনের বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় বিএনপির আরও তিন নেতাকর্মী আহত হয়েছেন।

আজ  দুপুর পৌনে ১২টায় ঈশ্বরদী শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

বিটিসি নিউজকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা,
পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী ঈশ্বরদী শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে জনসংযোগের জন্য জমায়েত হলে একদল দুর্বৃত্ত সেখানে আতর্কিত হামলা চালায়। এসময়  হাবিবকে কুপিয়ে জখম করে তারা। হামলায় আরও তিন নেতাকর্মী আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে আসে। পরে আহতদের পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিটিসি নিউজকে জানান, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মোঃ ময়নুল ইসলাম।

Comments are closed, but trackbacks and pingbacks are open.