পাবনায় গৃহবধূ সাদিয়ার হত্যার বিচার দাবি: আসামি প্রকাশ্যে ঘুরছে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক: পাবনায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাদিয়ার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার দাপুনিয়া আক্তারের ঢাল নামক স্থানে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, আনারুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইদুল রহমান, নিহত সাদিয়ার বাবা সোহেল মোল্লা, মা ডলি বেগম, জোসনা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিডোগ করে বলেন, সাদিয়াকে হত্যার পর থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত সাব্বির প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগের পরিবার ও এলাকাবাসী।
উল্লেষ্য, সদর উপজেলার টিকোরি গ্রামের প্রবাসী সোহেল মোল্লার মেয়ে সাদিয়া খাতুন এর চার বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী কাজীপাড়া গ্রামের সালাম প্রামানিকেে ছেলে সাব্বির হোসেন এর সাথে। বিয়ের পর দীর্ঘদিন যাবত যৌতুকের টাকা দাবি করে সাদিয়াকে নির্যাতন করতো সাব্বির।
যৌতুক দিতে রাজি না হওয়ায় গত ২৬ জুন রাতে তাকে মারধর করে সাব্বির। একপর্যায়ে সাদিয়ার মৃত্যু হয়। সাব্বির একটি নাটক সাজিয়ে সাদিয়াকে হাসপাতালে নিয়ে যায় এবং তাকে সেখানে ফেলে পালিয়ে যায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সাব্বির ও তার পরিবারের লোকজন।
এ ঘটনায় মৃত সাদিয়া খাতুন এর মা ডলি খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। গত ৫ জুলাই দায়েরকৃত মামলা নম্বর ৮। মামলায় সাদিয়ার স্বামী সাব্বির, তার বাবা-মা ও দুই ভাই মোট পাঁচজনকে আসামি করা হয়।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পুলিশ আসামি ধরছে না এই অভিযোগ সত্য নয়। কারণ আসামি গ্রেফতারের জন্য ইতিমধ্যে আমরা একটি টিম গঠন করে দিয়েছি। তারা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেফতারের জন্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.