পাবনায় খালেদা জিয়ার জম্মদিন উপলক্ষে তিনটি দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ৭৮তম জম্মদিন উপলক্ষে ও সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল করেছে পাবনা জেলা বিএনপি।
তিনটি স্থানে দোয়া অনুষ্ঠিত হয়,পাবনা জেলা বিএনপির কার্যালয়,সিঙ্গা মানব কল্যান এতিমখানায়,ভবানীপুর আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস এতিমখানা ও মাদ্রাসায়। দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
শিমুল বিশ্বাস বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সবার কাছে দোয়া। এছাড়াও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব মোবাইলে আলোচনা সভায় বক্তব্য দেন।
বুধবার (১৬ আগস্ট) বাদ জোহর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ খন্দকারের পরিচালনায়, আরো বক্তব্য দেন, আনিসুল হক বাবু, শেখ তুহিন, নূর মোহাম্মদ মাছুম বগা, সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.