পাবনায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস !


নিজস্ব প্রতিবেদক: পাবনায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড অবশেষে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পা রাখলো। এর আগে ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান, শনিবার (০৬ এপ্রিল) বেলা তিনটায় ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ তাপমাত্রা।
তিনি জানান, এর আগে গত ০১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এতে পাবনার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া গত বছর একবার ৪৩  ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা।
প্রচন্ড রোদের তাপে বাইরে চলাচল করা বা কোথাও একদণ্ড দাঁড়ানো যাচ্ছেনা। আর এই কারণে সড়কে মানুষের সাথে সাথে যানবাহন ও মানুষের চলাচল কমে গেছে।
তীব্র গরমে রোজাদারদের প্রাণও ওষ্ঠাগত। প্রখর রোদের ঘাম ঝরানো তাপমাত্রার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে।
আবার অনেকেই জীবন জীবিকার তাগিদে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করেই বাধ্য হয়ে কাজে বের হয়েছেন। তীব্র গরমে বয়স্ক, শিশুরা পড়েছে সব থেকে বেশি ভোগান্তিতে। হাসপাতালে বেড়েছে গরমে অসুস্থ্য রোগীর সংখ্যা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.