পানি সম্পর্কিত দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন : প্রধানমন্ত্রী

বিটিসি নিউজ ডেস্ক: কোভিড পরবর্তী পানি সম্পর্কিত দুর্যোগ প্রশমনে বৈশ্বিক সম্প্রদায়কে সহযোগিতামূলক সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (২৫ জুন) জাতিসংঘের পানি ও দুর্যোগ সম্পর্কিত বিশেষ ভার্চুয়াল সেশনে ভিডিও বার্তায় তিনি আরও জানান, পানি ব্যবস্থাপনা সুদৃঢ় করতে অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোর জন্য আর্থিক বরাদ্দের গতিশীল কর্মসূচি প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ পরবর্তী পানি সম্পর্কিত দুর্যোগ মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, করোনার কারণে বর্তমানে স্বাস্থ্যখাতে এক গুরুতর দুঃসময়ের মুখোমুখি পুরো বিশ্ব। পানি সম্পর্কিত দুর্যোগ প্রশমনে আমাদের সমন্বিত দায়িত্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই পানি সংকটে ভুক্তভোগী দেশগুলোর জন্য আর্থিক সহায়তার গতিশীল কর্মসূচি হাতে নিতে হবে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.