পানি মিশিয়ে পেট্রোল বিক্রি, ৪৮ হাজার টাকা জরিমানা

লালপুর (নাটোরপ্রতিনিধি: নাটোরের লালপুরে ফিলিং স্টেশনে পানি মিশ্রিত পেট্রোল বিক্রির অভিযোগে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট ২০২২) সকালে উপজেলার গোপালপুর পৌরসভার সততা ফিলিং স্টেশনে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমান আদালত।
ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার সকালে গোপালপুর পৌরসভার সততা ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ফিলিং স্টেশনের ম্যানেজার সিদ্দিকুর রহমানের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪৫ ধারা মোতাবেক ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ক্ষতিগ্রস্ত ক্রেতাদের অর্থ ফেরত দিতে এবং ফিলিং স্টেশনটি সাময়িক বন্ধ রেখে পানি মিশ্রিত পেট্রোল অপসারণপূর্বক বিক্রয়যোগ্য তেল উত্তোলন করে পুনরায় চালুর জন্য নির্দেশ দেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.