পাথরের সাথে মাটি ও ধুলা মিশিয়ে ব্রীজের ছাদ ঢালাই !

নাটোর প্রতিনিধি: পাথরের সাথে মাটি আর ধুলা মিশ্রিত করে দেওয়া হচ্ছে ব্রীজের ছাদ ঢালাই। কম দেওয়া হচ্ছে সিমেন্টের পরিমান। কাজের মান এতোটাই খারাপ যে ব্রীজ টেকসই হবে কিনা তা নিয়ে চিন্তিত এলাকাবাসী।

সরেজমিনে নাটোরের সিংড়া উপজেলার হিজলী গ্রামে ৩১লাখ টাকা ব্যায়ে নির্মিত ব্রীজের এমন নিম্ন মানের কাজ। তাই তো ক্ষুব্ধ হয়ে ব্রীজের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অধিনে কালভার্ট ও ব্রীজ নির্মাণ প্রকল্পের ৩৬ ফিট দৈর্ঘ্যর প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজটি নির্মাণ কাজ শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে স্থানীয়রা ব্রীজের কাজ বন্ধ করে দিয়েছে।

স্থানীয় লিখন শেখ ও সাজেদুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পাথরের সাথে মাটি, ধুলা মিশ্রিত করে ব্রীজের ছাদ ঢালাই হচ্ছে। তাছাড়া সিমেন্ট পরিমান কম হচ্ছে। কাজের মান এতোটাই খারাপ যে ব্রীজ টেকসই হবে না। সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারের গাফিলাতি রয়েছে। যার কারনে লোকজন কাজ বন্ধ করে দিয়েছে।

ইটালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, কাজের মান খারাপ হয়েছে। আমি বিষয়টি শুনে ঘটনাস্থলেএসে তাঁর প্রমাণ পেয়েছি ।

এবিষয়ে ব্রীজ নির্মাণ কাজের ঠিকাদার সিদ্দিক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, কাজে কিছুটা গরমিল হয়েছে। আমি ছিলাম না। পরে শুনে কাজ দেখে এসেছি । এরপর ভালমানের সামগ্রী দিয়ে কাজ করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী কাজী মুসা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, কাজ পরিদর্শন করা হয়েছে, কিছুটা কাজ খারাপ হয়েছে। মশলায় গরমিল আছে, আমরা সমাধানের চেষ্টা করছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.