পাথরঘাটায় অস্ত্র ও গুলিসহ জলদস্যু বাহিনী’র ২ সদস্য আটক

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা সংরক্ষিত বন থেকে অস্ত্র ও গুলিসহ জলদস্যু বাহিনীর ২ জন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার (২২ জুলাই) রাতে হরিণঘাটার বন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: পাথরঘাটার ঘুটাবাছা গ্রামের আব্দুল মন্নান মিয়ার ছেলে রাজু (২৫) এবং পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মহসিন মিয়ার ছেলে মো. রিয়াজ (২৩)। তারা জলদস্যু রিপন বাহিনীর সদস্য।

এ সময় ৪টি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশীয় আস্ত্র উদ্ধার করা হয়।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ‘ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে হরিণঘাটা বনে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় জলদস্যু বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি ছুড়লে দস্যু বাহিনীর কয়েকজন সদস্য পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জলদস্যু রিপন বাহিনীর দুই সদস্যকে উল্লিখিত অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।’

তিনি জানান, ‘ইলিশের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন মৎস্যজীবীরা সাগরে মাছ ধরতে যাচ্ছে। এই সুযোগে জলদস্যু রিপন বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।’

আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরগুনা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফিক #

Comments are closed, but trackbacks and pingbacks are open.