পাথরঘাটায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে আপন ৩ ভাইয়ের মৃত্যু

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ বছরের এক শিশুও রয়েছে।
শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনারবাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহতরা হলেন, মোঃ নাঈমুজ্জামান শুভ (২২), মোঃ শান্ত (১৪) এবং ৮ বছরের শিশু মোঃ নাদিম (৮)। এরা সকলে পাশ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা তিনজন আপন ভাই এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার বাসিন্দা। 
এ বিষয়ে প্রাথমিক তদন্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরগুনা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.