বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্টগার্ডের অভিযানে ৯০ কেজি হরিণের মাংসসহ ১ টি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার জব্দ করা হয়েছে। তবে কোস্টগার্ডের অভিযান টের পেয়ে পালিয়েছে চোরাশিকারি। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৫শে এপ্রিল) রাত সাড়ে ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পাথরঘাটা উপজেলাধীন বিষখালী নদী সংলগ্ন হরিণঘাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। অভিযানের এক পর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি ট্রলারে তল্লাশি চালিয়ে ৯০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের অভিযান টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাংস এবং নৌকাটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, শনিবার জব্দকৃত ৯০ কেজি হরিণের মাংস আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বন্ধ থাকায় মাংস সংরক্ষণ করে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন অর রশীদ বিটিসি নিউজকে বলেন, বনদস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরগুনা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শফিক। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.