পাটজাত মোড়ক ব্যবহার না করায় আদমদীঘিতে দুই অটোরাইস মিলের ৭০ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে আটোরাইস মিলে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে দুই অটোরাইস মিলের ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়।

আজ মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে উপজেলার সান্তাহারের নিকট কলাবাগান এলাকায় দুটি মিলে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত জানায়, বগুড়া পাট অধিদপ্তরের মূর্খ পরিদর্শক সোহেল রানা ও পাট উন্নয়ন সহকারি রফিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ফোর্সসহ কলাবাগান নামক স্থানে মেসার্স রহমান এন্ড সন্স ও বৈশাখী অটো রাইস মিলে অভিযান চালান।
অভিযানে ওই দুই অটোরাইস মিলে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে মের্সাস রহমান এন্ড সন্স-এর ম্যানেজার গোলাম মোস্তফার ৩০ হাজার টাকা ও একই অপরাধে বৈশাখী অটোরাইস মিলের হিসাব রক্ষক আতিকুর রহমানের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.