পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত!

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলিতে বাংলাদেশী যুবক উমর ফারুক (৩০) আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ওই ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে উমর ফারুক সীমান্ত পিলার ডিমএপি ১ নম্বরের নিকট যায়। এ সময় ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের ভোটবাড়ী ক্যাম্পের টহল দলের সদস্যরা বাংলাদেশের প্রায় একশ গজ অভ্যন্তরে ঢুকে গুলি ছুঁড়লে উমর ফারুক আহত হয়। তার সঙ্গীরা উদ্ধার করে ওইদিনই চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, উমর ফারুকসহ ৭/৮ জনের একটি দল ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় সীমান্তের ওই পিলারের ৯/১০ সাব পিলারের নিকট দিয়ে ভারত থেকে গরু আনতে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ভারতীয় ভোটবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের প্রায় একশ গজ ভেতরে প্রবেশ করে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে অন্যান্যরা পালিয়ে গেলেও উমর ফারুক গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে রংপুর হাসপাতালে নিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, আহত যুবকের হাতের বাহুতে গুলি লেগেছে।
এ বিষয়ে পানবাড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার খাইরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ বর্ডারগার্ড রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) মো. ইছাহাক বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমি নিশ্চিত করে বলতে পারছি না যে তারা (বিএসএফ) ককটেল রাবার বুলেট না গুলি ছুঁড়েছে তবে আমার মনে হয় তারা ককটেল ছুঁড়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.