পাক সেনাবাহিনীকে ব্যবসায় যুক্ত না হতে সরকারের নিশ্চয়তা চান সুপ্রিম কোর্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী ব্যবসা-সম্পর্কিত বিষয়ে কোনো ভূমিকা পালন করবে না। তারা শুধু দেশের প্রতিরক্ষায় কাজ করবে। বুধবার দেশটির প্রধান বিচারপতি (সিজেপি) কাজী ফয়েজ ঈসা সরকারকে এমনটা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।
সামরিক জমিতে বাণিজ্যিক কার্যকলাপের বিরুদ্ধে দায়ের করা একটি পিটিশনের শুনানির সময় সিজেপি পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলকে সরকারের পক্ষে এই আশ্বাস দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঈসার নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৩ সদস্যের একটি বেঞ্চ সরকারের কাছে এই অঙ্গীকার চান।
শুনানির সময় সিজেপি ইসা বলেন, সেনাবাহিনী ব্যবসা পরিচালনা করছে ও সামরিক জমিতে ওয়েডিং হল স্থাপন করেছে। এরপর তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে আশ্বাস চেয়েছিলেন যে, সেনাবাহিনী শুধু ‘রক্ষক’ থাকবে, কোনো ব্যবসা করবে না।
অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি ঈসা জিজ্ঞেস করেন, ‘আপনি কি এই নিশ্চয়তা পেতে পারেন?’
তিনি আরও বলেন, প্রত্যেককে তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। সেনাবাহিনীর নিজের কাজ করা উচিত ও আদালত তাদের কাজ করবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.