পাকিস্তান-বাংলাদেশ টি২০ সিরিজের ট্রফি উন্মোচন

বিটিসি স্পোর্টস ডেস্ক: গতকাল বুধবার (২২ জানুয়ারী) রাতেই লাহোর পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। এ সময় বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট দলকে অভ্যর্থনা জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা জাকির খান। বিমান বন্দর থেকে হোটেল পর্যন্ত কড়া নিরাপত্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে যাওয়া হয়। এই শহরেই তারা স্বাগতিকদের মুখোমুখি হবে তিনটি টি২০ ম্যাচে।

এদিকে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ দলের অধিনায়কের। তবে সংবাদ সম্মেলনের আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। এ সময় দুই দলের অধিনায়ককেই দেখা যায়, হাসিমুখে ট্রফি হাতে ছবি তুলতে।

আগামীকাল ২৪ জানুয়ারী হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ২৫ জানুয়ারী দ্বিতীয় এবং ২৭ জানুয়ারী স্বাগতিকদের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন সফরকারীরা। সিরিজের সবগুলো ম্যাচই হবে দুপুর ৩টায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.