পাকিস্তান নিরাপদ, প্রমাণ করতে দেশটিতে যাচ্ছেন গেইল!

বিটিসি স্পোর্টস ডেস্ক: নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ না খেলেই দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তারা একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে এবং পিসিবির সঙ্গে কোনো আলোচনা করেনি বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে নিজেদের হতাশার কথা ব্যক্ত করছেন পাকিস্তানের সাবেক-বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে পিসিবির কর্তাব্যক্তিরা।
এবার পাকিস্তানের পাশে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক টুইট বার্তায় বলেছেন, ‘আমি আগামীকাল পাকিস্তান যাচ্ছি, কে কে আমার সঙ্গে যাবে?’
টুইটটি যে পাকিস্তানকে ক্রিকেটের জন্য নিরাপদ প্রমাণ করতেই বলা, তা যে কেউই বলে দিতে পারবে। কিন্তু আসলেই কী গেইল পাকিস্তান যাচ্ছেন? সেটার উত্তর সম্ভবত ‘না’।
কারণ, আজ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয়াংশে খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন তিনি। পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামার সম্ভাবনা তার প্রবল। আগামী ২২ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তার দল। এমন অবস্থায় বিভিন্ন বিধি নিষেধের কারণে গেইলের পাকিস্তানে যাওয়াটা একরকম অসম্ভব।
তবে এই এক টুইটের মাধ্যমেই তিনি পাকিস্তানসহ বিশ্বের অসংখ্য ক্রিকেট সমর্থকের হৃদয় জয় করে নিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.