পাকিস্তান জুড়ে বাড়ছে প্রাণঘাতী করোনা আতঙ্ক, আক্রান্ত ২০০৭, মৃত ২৬

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে পাকিস্তানে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ২ হাজার ৭ জন।

ডন‘ এর এক  প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত দেশটিতে ১৪ হাজার ৮৯০ জনের উপর করোনা পরীক্ষা করা হয়েছে।

দেশটির পাঞ্জাবে সবচেয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেশী। প্রদেশটিতে এখন পর্যন্ত ৭০৮ জন আক্রান্ত হয়েছে। এরপরে সিন্ধুতে করোনায় আক্রান্ত ৬৭৬ জন। বালুচিস্তানে ১৫৮ জন, ইসলামাবাদে ৫৮ জন, খাইবার পাখতুনে ২৫৩ জন, আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানে ১৫৪ জন।

দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন।

এদিকে বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৫৯ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ৪২ হাজারের বেশী জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.