পাকিস্তান-ইরানের মধ্যস্থতায় আগ্রহী চীন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন। আজ বৃহস্পতিবার করাচিতে নিযুক্ত কনস্যুল জেনারেল ইয়াং ইয়ুনডং বলেন, তারা দুই দেশের মধ্যে বিভেদ ঘোচাতে কার্যকরী ভূমিকা রাখতে চায়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সোমবার ইরাকের কুর্দিস্তান এবং সিরিয়ায় ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে সেই হামলা চালানো হয় বলে দাবি তাদের। এর এক দিন পরেই ইরানি ভূখণ্ডে হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের দাবি, সীমান্তবর্তী সিসতান-ও-বেলুচিস্তানে সন্ত্রাসীদের গোপন আস্তানায় হামলা চালিয়েছে তারা। ইরান এই হামলার কথা নিশ্চিত করেছে।
জিও নিউকে ইয়ুনডং বলেন, ‘পাকিস্তান ও ইরানকে চীন জানাতে চায় যে আমরা তাদের বিভেদ দূর করতে কার্যকরী ভূমিকা রাখতে প্রস্তুত।’
তিনি বলেন, এই অঞ্চল ও মুসলিম বিশ্বে ইরান ও পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। চীন আশা করে তারা নিজেদের বিভেদ ভুলে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.