‘পাকিস্তানে যুদ্ধের মতো পরিস্থিতি’, বিক্ষোভ চলছেই

(‘পাকিস্তানে যুদ্ধের মতো পরিস্থিতি’, বিক্ষোভ চলছেই–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উগ্র ইসলামপন্থী দল তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) নেতা সাদ হুসাইন রিজভীকে গ্রেপ্তারের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পাকিস্তানে সহিংস বিক্ষোভ অব্যাহত ছিল। বিক্ষোভকারীরা দেশের বৃহত্তম শহর করাচিসহ বেশ কয়েকটি শহরে রাস্তা অবরোধ করে।
আল জাজিরার বরাতে এসব খবর দিয়েছে সিফাই ডট কম। প্রতিবেদনে বলা হয়, লাহোর ও রাওয়ালপিন্ডিসহ সমস্ত বড় শহর জুড়ে বিক্ষোভকারীদের রাস্তায় দেখা গেছে। ইন্টারনেটে একজন এমন ছবি শেয়ার দিয়ে লিখেছেন, পাকিস্তানের যুদ্ধের মতো পরিস্থিতি। ইমরান খানের সরকার ও পাক সেনাবাহিনীর বিরুদ্ধে লক্ষ লক্ষ বিক্ষোভকারী একত্রিত হওয়ায় পাকিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এর আগে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, টিএলপির সন্ত্রাসী হামলায় দুজন পুলিশ নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও ৩৪০ সদস্য গুরুতর আহত হয়েছেন। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির দায়ে এ ধর্মীয় দলটির নিষিদ্ধের আবেদন করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আশা করা যাচ্ছে মন্ত্রিসভায় এ প্রস্তাবটি পাস হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.