পাকিস্তানে ত্রাণ পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ ত্রাণ সহায়তা পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যা। ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে বন্যায় কী লাগবে, সেখানে বাচ্চারা খুব কষ্টে আছে। তাদের জন্য খাবার এবং কী কী দেওয়া যেতে পারে, তার ব্যবস্থা করতে বলেছি। আমরা তাদেরকে রিলিফ (ত্রাণ) পাঠাবো। ’
শেখ হাসিনা বলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হয়েছি, সেই হিসেবেই তো তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। জাতির পিতা এটা আমাদের শিখিয়েছেন। কাজেই আমরা মানবতার সেবায় পাশেই আছি। ’
বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আর যারা বিত্তশালী আছে তাদের বলবো, শুধু নিজেরা খেয়ে পরে ভালো থাকলে চলবে না। আশে-পাশে কারা কষ্টে আছে তাদের দিকে তাকান, তাদের সাহায্য করুন, তাদের পাশে দাঁড়ান। এটিই আওয়ামী লীগের শিক্ষা। এটিই জাতির পিতার শিক্ষা। ’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.