পাকিস্তানে তুষার ধ্বসে মৃত্যু ৫৫, আহত ৪০, একশ’ বাড়ি ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবল তুষারপাত ও তুষার ধ্বসে অন্তত ৫৫ জন মারা গেছেন। কাশ্মীরের নীলুম উপত্যকা ও বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছাতে দেরী হওয়ায় সেখানে মৃতের সংখ্যা বাড়ছে। তাছাড়া পাশের দেশ আফগানিস্তান ও ভারতেও বেশ কয়েকজন মারা গেছেন। খবর বিবিসি’র

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) আবহাওয়ার উন্নতি হলেও অনেক অঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে সেখানে মানবিক সহায়তা পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে।

আফগানিস্তানেও তুষারপাত ও তুষারধ্বসে গত দুই সপ্তাহে অন্তত ২৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জন। দেশটির হেলমান্দ, কান্দাহার, হেরাত এবং কাবুল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে উদ্ধার কাজ এখনও চলছে বলে জানা গেছে।

তাছাড়া ভারতের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভারতের শাসিত জম্মু ও কাশ্মীরে আট জন মারা গেছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) ও কাশ্মীরে তুষার ধ্বসে তিন জন ভারতীয় সেনার প্রাণহানি ঘটেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.