পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, ভেতরে আটকা শ্রমিকরা

(পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, ভেতরে আটকা শ্রমিকরা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের এক কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে কর্মরত শ্রমিকরা খনির ভেতরেই আটকা পড়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটার কাছেই ওই কয়লা খনিটি অবস্থিত। সেখানে বিষাক্ত গ্যাস জমে যাওয়ার কারণে বিস্ফোরণটি হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ঘটনায় খনিতে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করেছে স্থানীয় উদ্ধারকারী বাহিনী।
শিনহুয়া জানায়, বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় এর আগেও অনেক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মার্চে প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণের কারণে ১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছিলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.